মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ টসে হেরে ব্যাটিং করতে নামে ভারত। সাকিবদের বোলিং তোপে ১৮৬ রানেই শেষ হয় রোহিতদের ইনিংস। কিন্তু সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশি কোনো ব্যাটারও দাঁড়াতে পারেনি সিরাজদের সামনে।
বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে সাজঘরে পাঠিয়ে দেন তিনি। মুহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট। ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট।
বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারই সুবিধা করে উঠতে পারছিল না। একের পর এক উইকেট হারিয়ে জয়ের রথ থেকে ছিটকে যায় লিটনরা। এক অবিশ্বাস্য জুটি গড়ে বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেয় মিরাজ-মুস্তাফিজ।
বাংলাদেশের হয়ে শেষ উইকেটের জুটিতে মেহেদি এবং মুস্তাফিজুর রহমান ৫১ রানের জুটি গড়েন। শেষ উইকেটটি নিতেই পারলেন না ভারতের কোনও বোলার। ম্যাচ জেতার খুব কাছে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়লেন রোহিতরা।
ক্যাচ ফেললেন লোকেশ রাহুল। যিনি ৭৩ রান করে ভারতের ব্যাটিংয়ে ভরসা হয়ে উঠেছিলেন, তিনিই গ্লাভস হাতে ভারতের হারের কারণ হয়ে রইলেন। মেহেদির সহজ ক্যাচ না ফেললে ম্যাচ জিতে যেত ভারত।
আপনার মতামত লিখুন........