সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১০ অপরাহ্ন

আইনজীবীর মোটরসাইকেল চুরি

আড়াইহাজারে নেশাদ্রব্য সেবন করিয়ে অটোরিকশা ছিনতাই

আড়াইহাজার প্রতিনিধি:নির্বাচনের আগেই মোটরসাইকেল চোরের কবলে পড়লেন এক কাউন্সিলর প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়ে এসে দেখেন তার আইনজীবীর মোটরসাইকেলটি নেই।

মাত্র ১০ মিনিটেই চুরি হলো আড়াইহাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মো. সুমনের ইয়ামাহা ফেজার এফআই ব্যান্ডের মোটরসাইকেলটি।

শুক্রবার (১২ মে) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসের নিচে ঘটে এ ঘটনা।

জানা গেছে, কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম দুপুর পৌনে ২টার দিকে আইনজীবী মো. সুমনসহ মোটরসাইকেলে চড়ে উপজেলা নির্বাচন অফিসে যান। নিচে মোটর সাইকেলটি রেখে দোতলায় উঠে রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মাত্র ১০ মিনিটেই মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামের আইনজীবী মো. সুমন এ বিষয়ে আড়াইহাজার থানায় অভিযোগ করেছেন।

ইয়ামাহা ফেজার সাইকেলটির দাম ৩ লাখ টাকার বেশি বলে তিনি জানান।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!