রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে পড়ে রায়হান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাবার সাথে মাছ ধরতে নদীতে গিয়েছিল।
রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রায়হানের বাবার নাম দেলোয়ার, সে এই এলাকার বাসিন্দা।
জানা যায়, শখ করে বাবার সাথে মাছ ধরতে মেঘনা নদীতে গিয়েছিল রায়হান। এক পর্যায়ে সে নদীতে পড়ে গেলেও সেটি খেয়াল করেননি তার বাবা। সে বাড়ি ফিরে গেছে ভেবে বাড়িতে গিয়েও তাকে পায়নি দেলোয়ার।
পরে নদীতে গিয়ে তার খোঁজ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন........