রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন
আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে দুই পক্ষের ঝগড়ার সময় চামচের আঘাতে মো. হাবীব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আসামি করে আড়াইহাজার থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- হান্নান মিয়া কাজী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৫০), মো. সোহাগ (৩০), মো. সুমন (২০)।
মামলায় বাদী জানান, পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুর ১২টার দিকে আমাদের বাড়ির সামনে আমার স্বামী মো. হাবিবের সঙ্গে হান্নান মিয়ার ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে হান্নান মিয়া কাজীর স্ত্রী জোসনা বেগম তাহার হাতে থাকা একটি বড় লোহার চামচ দিয়ে আমার স্বামীকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন........