চট্টগ্রামSunday , 20 November 2022
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ইউপি সদস্য বজলু গ্রেপ্তারে এলাকায় মিলাদ ও দোয়া

Alokito Narayanganj24
November 20, 2022 6:59 pm
Link Copied!

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চনপাড়া বস্তির ডন বজলুর রহমান বজলুকে অস্ত্র, মাদক ও দেশি-বিদেশি জাল মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়েছে। আর এ আনন্দে মিলাদ ও দোয়ার আয়োজন করে এলাকাবাসী। এসময় এলাকায় মিষ্টি বিতরণের পাশপাশি আনন্দ মিছিলও হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া বস্তির ৫ নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, সন্ত্রাসী বজলুর হাতে গত এক দশক যাবত জিম্মি ছিলেন চনপাড়ার লক্ষ্যাধিক মানুষ। রাজনৈতিক ছত্রছায়ায় বজলু এক দশকে চনপাড়ায় গড়ে তুলেন সন্ত্রাসের রাজত্ব। সেখানে হত্যা, অস্ত্র ও মাদক ব্যবসা, পতিতাবৃত্তিসহ সব ধরনের অপকর্মের হোতা ছিলেন তিনি।

তারা আরও জানান, চনপাড়ার মানুষ বাড়িঘর নির্মান থেকে শুরু করে পানি পান করতেও বজলুকে চাঁদা দিতে হতো। তার নামে রূপগঞ্জ থানায় ১৩টি মামলা চলমান আছে।

যাদের ছত্রছায়ার সে বেপরোয়া ছিল তাদেরকেও আইনের আওতায় আনার দাবি করেন এলাকাবাসী।

এর আগে গত শুক্রবার (১৮  নভেম্বর) বিকেলে র‍্যাব-১ এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। র‍্যাব-১’এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!