বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন

এশিয়া কাপে ইতিহাস গড়লেন বাংলাদেশের তৃষ্ণা

স্পোর্টস ডেস্কঃ সিলেটে চলমান নারী এশিয়া কাপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের বোলার ফারিহা তৃষ্ণা। নিজের অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন হ্যাটট্রিক। টানা তিন বলে তিনটি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন বাঁহাতি পেসার।

মালয়েশিয়ার বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে এই কৃতিত্ব দেখান তৃষ্ণা। এবারের টুর্নামেন্টে এটাই প্রথম হ্যাটট্রিক। সিলেট আন্তর্জাতিক সেইটডয়ামে মালয়েশিয়ার ইনিংসে ষষ্ঠ ওভার করতে আসা ফারিহা দ্বিতীয় বলে ফেরান দুরাইসিঙ্গামকে। তাকে বোল্ড করার পরের বলেই ম্যাস এলিসাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ওভারের চতুর্থ বলে আবারও তার আঘাত। এবার তার শিকার বনেন মাহিরা ইসমাইল। এর ফলে হ্যাটট্রিকটা পূরণ করে ফেলেন তৃষ্ণা।

টি-টোয়েন্টিতে অভিষিক্ত ফারিহার ওয়ানডে ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ নয়। অভিজ্ঞতা মোটে ৫ ম্যাচের। টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নামার উপলক্ষটা আরও দারুণভাবে রাঙালেন তিনি। অভিষেকেই করে বসলেন হ্যাটট্রিক।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!