সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

গ্রীসে আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াড-২০২৩ -এ প্রতিনিধিত্ব করতে গ্রীসের এথেন্সে যোগ দিয়েছেনে বাংলাদেশের দুই শিক্ষার্থী।

৯ মে সকাল সাড়ে ছয়টার বিমানে হেরিটেজ স্কুলের শিক্ষক শায়লা আক্তার বর্নার নেতৃত্বে সানজানা জাহান প্রিয়ন্তি ও আয়মান তাজওয়ার নামের দুই শিক্ষার্থী গ্রিসের এথেন্সে আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াডে যোগদানের উদ্দেশ্য রওনা দেন। তারা সেখানে ১১ মে বাংলাদেশ সময় সকাল আটটার সময় পৌছান।
আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াড একাডেমিতে অংশগ্রহন শেষে গ্রীস থেকে তারা ১৪মে দেশে ফিরে আসবেন। সানজানা জাহান প্রিয়ন্তি চেইঞ্জ স্কুলের ছাত্রী ও আয়মান তাজওয়ার হেরিটেজ স্কুলের ছাত্র তারা উভয়েই নারায়নগঞ্জের বাসীন্দা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!