সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

জামিন পেলেন জুয়াড়ী সাহাব উদ্দিন

আড়াইহাজার প্রতিনিধি:দুই দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন নারায়নগঞ্জের চিহ্নিত জুয়াড়ী সাহাব উদ্দিন। গত বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত তার ও সহযোগিদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১-৩০ মি. গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাস ও অর্থ সহ তাদের রাতে গ্রেফতার করে, পরে তাদের থানা থেকে পরের দিন কোর্টে চালান করে।
তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আড়াইহাজার থানাধীন, হাইজাদী ইউনিয়নের, সিংহদী গ্রামের বিলের দক্ষিন পাশের চকে আসরামপুর গ্রামের আঃ আঃ রশীদ মোল্লার পুকুর পাড়ে কতিপয় জুয়াড়ীরা জুয়াড় আসর বসাইয়া জুয়া খেলায় মত্ত ছিল। গোপন খবরের ভিত্তিতে খবর পাইয়া নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঘেরাও করে জুয়াড়ী সাহাব উদ্দিনসহ বেশ কিছু জুয়াড়ীকে আটক করেন।
এদিকে নাম প্রকাশে এলাকার একজনের সাথে আলাপ করে জানা যায় যে, সাহাব উদ্দিন এই জুয়ার আড্ডার মূল হোতা। সে অনেক দিন দিন যাবত জুয়াসহ অন্যান্য অপকর্মের সাথে জরিত| সাহাব উদ্দিনের অন্য ভাইয়েরা ও জুয়াড় আড্ডা থেকে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে ছিলেন। অত্র এলাকার লোকজনের সাথে আলাপ করে আরোও জানা যায় যে, সাহাব উদ্দিনের অন্যান্য ভাইয়েরা ও নানা রকম অসামাজিক কাজে লিপ্ত থাকেন।
তবে এ ব্যাপারে সাহাব উদ্দিনের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!