সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জামিন পেয়েছেন।
সোমবার (২২ মে) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে জামিনের আবেদন করলে আদালত ২ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (২১ মে) দিনগত রাত ১টায় সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ২০১৩ সালের ৭মে দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
জামিনের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, রাজীবের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত ২ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
রাজীবের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এ মামলায় অন্য আসামিরা জামিনে আছেন।
এ ঘটনায় রাজীবের কোনো সম্পৃক্ততা নেই তবুও তাকে গ্রেফতার করে হয়রানি করা হয়। বিষয়টি আদালতে জানিয়ে আমরা জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।
আপনার মতামত লিখুন........