বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ যারা জালিয়াতি এবং কারচুপি করতে চায় তারাই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জালিয়াতি ও কারচুপির নির্বাচন আওয়ামী লীগ চায় না। তাই আধুনিক টেকনোলজি ব্যবহার করার পক্ষে। আওয়ামী লীগ চায় সুষ্ঠু নির্বাচন, তাই সব আসনে ইভিএম ব্যবহার করার দাবি জানিয়েছিল।’
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটাকে আওয়ামী লীগ সাধুবাদ জানায় উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট হলে নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭৫ সালে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল। এর মূলহোতা বিএনপি। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা দেখে এবং নির্বাচনে হারানো যাবে না-এটা বুঝতে পেরেই হত্যার রাজনীতি শুরু হয়েছিল। তাই ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় সেই পরাজিত শক্তি ২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে পারেনি।’
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভী রহমানকে স্মরণ করে তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে আমাদের ওপরে কি বর্বরোচিত হামলা করা হয়েছিল! সেই হামলায় বহু নেতা প্রাণ হারান। আইভী রহমানসহ নিহত সবাইকে স্মরণ করছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইভী রহমান নির্লোভ নেতা ছিলেন। তিনি কখনো সভামঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিনও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।’
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609
আপনার মতামত লিখুন........