মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:০৪ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জ: বন্দরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি মো. রকিকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদী পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৩ মার্চ) সকালে মো. শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামের দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৮ মার্চ রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়ইপাড়া কলোনির মৃত শাহাজ উদ্দিনের ছেলে মো. রকি ও তার চাচাতো ভাই শুকুর আলীর ছেলে আলমগীর একই এলাকার পোশাক শ্রমিককে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই গার্মেন্টকর্মী রকি ও আলমগীরকে আসামি করে মামলা করেন।
মামলার পর আসামি রকি ও আলমগীর পালিয়ে গেলে তাদের অবস্থানের খবর পেয়ে বাদীর পরিবারের লোকজন মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। এসময় পুলিশ আহত রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন........