সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১০ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ ভাষা সৈনিক নাগিনা জোহা স্মরণে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গ্রীন সিটি বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু চন্দন শীল ভাইস প্রেসিডেন্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ নিজাম যুগ্ন-সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এইচ এম ইসহাক, কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোস্তফা চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন সভাপতি হাজী জসীমউদ্দীন, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর আলম সাবেক সাধারন সম্পাদক ২নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মো. মোজাফফর সভাপতি কুতুবপুর ইউনিয়ন যুবলীগ, আব্দুল খালেক সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়ন যুবলীগ।
খেলার প্রধান আকর্ষণ ছিল রুমেল স্পোর্টিং ক্লাবের ১১ জন বিদেশী (নাইজেরিয়ান) খেলোয়াড়। অপরদিকে ফ্রেন্ডস ডট কম এর খেলোয়াড়দের মধ্যে অধিকাংশ খেলোয়াড়ই ছিল বাংলাদেশ জাতীয় দলের।
আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলাটি নির্ধারিত সময়ে তিন তিন গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে গড়ালে সেখানেও গোল সংখ্যা সম সংখ্যক হয়। পরবর্তীতে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। খেলাটি পরবর্তীতে আবারো অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন........