বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেনের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আলোকিত নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কোন নতুন কর আরোপ ছাড়াই ২০২২-২৩ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়নে মোট ৫৮৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন সভা প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যায় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৬৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৭৮০ টাকা ও উন্নয়ন খাতে আয় ৩৮৪ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৭৯ টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৯৫ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ৪৬৪ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৪৭৯ টাকা।

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!