সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ নিজস্ব অর্থায়নে ড্রেন পরিস্কার করলেন একতা সমাজ উন্নয়ন পরিষদ।ফতুল্লা দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী বায়েজীত বোস্তামী রোড থেকে জোড়পুল এলাকা পর্যন্ত ড্রেন পরিস্কার করেন। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে তারা এ উদ্যোগ নেন। ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন তাদের কার্যকম উদ্বোধন করেন। এসময় ১নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার হাসমত আলী উপস্থিত ছিলেন।
একতা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হারুন অর রশিদ সুমন জানান,ময়লা অর্বজনার কারনে ডেঙ্গু বংশ বিস্তার করে এছাড়াও করোনা কালীন সময় আমাদের পরিম্কার পরিছন্ন থাকতে হবে। অনেক দিন ধরে ড্রেন পরিস্কার হয় না তাই আমাদের সংগঠন থেকে নিজস্ব অর্থায়নে ড্রেন পরিস্কার করার এমন উদ্যোগ গ্রহন করেছি।
আপনার মতামত লিখুন........