শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে নিহত ১

শহর প্রতিনিধি: নারাণগঞ্জ শহরের নিতাইগঞ্জের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে করে ১ জন নিহত হয়েছেন এবং বিস্ফোরণে ২ জন দগ্ধ সহ দেয়াল ধসে পথচারী ৮ জন আহত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে শহরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। তিনি ওই এলাকায় দিনমজুরের কাজ করতেন।

নারাণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টির একটি ২তলা ভবনটির নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত আছে। আর বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, নিহত ব্যক্তির নাম মো. আওলাদ হোসেন (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক। বিস্ফোরণের পর আগুন ও দেয়াল ধসের কারণে ২ জন দগ্ধসহ মোট ৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত ভবনে ‘গরীবে নেওয়াজ সলট’ নামে দোকানের মালিক জামান দেওয়ান বলেন, সকালে দোকান খোলার পর মালিক রাজন ধূপকাঠি জ্বালাতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই ভবনটি অনেক বছরের পুরাতন। এই দোকানের নিচ দিয়ে গ্যাসের লাইন ও স্যুয়ারেজের লাইন আছে। প্রায়ই গ্যাসের পাইপে লিকেজ হয়ে দোকানে গ্যাস ঢুকত।

নারায়ণগঞ্জ জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনটি প্রায় শত বছরের পুরোনো বলে জানান নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির৷ তিনি বলেন, ‘১০ বছর ধরে ভবনটির উপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!