সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন
ফতুল্লা প্রতিনিধি:ফতুল্লায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং লিডার শামিম ওরফে জয় ওরফে পিচ্চি জয় (২২) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয় ফতুল্লা থানার দাপাইদ্রাকপুর জোড়পুল এলাকার আব্দুল হাই ওরফে ফাডার পুত্র। শনিবার রাতে তাকে ফতুল্লার পিলকুনী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে দুটি হত্যা সহ চারটি মামলার পলাতক আসামী দূর্ধষ অপরাধী শামীম ওরফ জয় কে গ্রেপ্তার করে।
গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়,গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। অটোরিক্সা ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন........