মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ের সামনেই সজীব (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। রোববার রাত ৭টায় পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে।
সজীব ফতুল্লার চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বাবা কামাল হোসেন সোমবার সকালে বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত নামা আরো ৭-৮ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।
সজীবের বাবা কামাল হোসেন জানান, সন্ধ্যায় চারজন মিলে সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে তিনজন এসে জানায় সজীবকে মেরে ফেলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, কোর্ট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ সুপার কার্যালয়ের বরাবর লিংক রোডে কে বা কারা একটি যুবক বয়সের ছেলেকে ছুরিকাঘাত করেছে তা দেখিনি কিন্তু ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছেন। তার বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব কুমার চৌধুরী জানান, সজিব হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামী ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
আপনার মতামত লিখুন........