ফতুল্লা প্রতিনিধিঃ পরীক্ষার ফিস দিতে না পেরে ক্ষোভে দশম শ্রেনীর শিক্ষার্থী লামিয়া (১৫) আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় মৃত করিম শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত লামিয়া ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।
ছাত্রীর বাবা আব্দুল মতিন মিয়া জানান, মেয়ে লামিয়া কোচিং শেষ করে দুপুর ২ টায় বাসায় এসে পরিক্ষার ফিস দেওয়ার জন্য টাকা চায়। তখন আমি বলি ২/৩ পর দিব পরে পাশের রুমে চলে যায় কিছু ক্ষন পর তার কোন সারাশব্দ না পেয়ে পাশের রুমে গিয়ে দেখি ফ্যানে সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
এরপর তাকে উদ্ধার করে ফতুল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এছাড়াও আমার মেয়ের মানসিক সমস্যা ছিল।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এসময় তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন........