চট্টগ্রামThursday , 21 September 2023
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, নারীসহ আটক ৩

Alokito Narayanganj24
September 21, 2023 7:03 pm
Link Copied!

ফতুল্লা প্রতিনিধিঃফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে টুটুল মুন্সী (৪০) নামের এক যুবককে হত্যার উদ্দেশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় টুটুলকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে আটক করা হয়েছে নারীসহ তিনজনকে।

বুধবার রাতে ফতুল্লা বাজার-সংলগ্ন প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহত টুটুল ফতুল্লার মুন্সী বাড়ির মরহুম নুর ইসলাম মুন্সীর ছেলে।

আটকরা হলেন ফতুল্লা সৈয়দ বাড়ির আলী মেম্বারের ছেলে সৈয়দ আরিফ (৫৫), সৈয়দ আরিফের ছেলে সৈয়দ আকিব (১৯), সৈয়দ আরিফের স্ত্রী সৈয়দ আসমা বেগম (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফের বাড়ির টয়লেটের ময়লার পাইপ লাইন টুটুল মুন্সীর বাড়িতে এসে পড়ে এবং ওই ময়লা রাস্তার মধ্যে পড়ায় টুটুলসহ আরো কয়েকজনের বাড়িতে সমস্যা হয়। টুটুল এর প্রতিবাদ করেন এবং টয়লেটের ময়লার পাইপ লাইন নিস্কাশনের জন্য বলেন। এতে তারা টুটুলকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। বুধবার রাতে তারা টুটুল মুন্সীকে এ বিষয়ে মিমাংসার কথা বলে ডেকে নেয় এবং অতর্কিতভাবে হামলা শুরু করে। এ সময় ধারাল রাম দা দিয়া তাকে হত্যার উদ্দেশে মাথায় কোপ দেয় এবং তিনি গুরুতর জখম হন। এছাড়া লোহার রড, পাইপসহ বিভিন্ন লাঠি-সোঠা দিয়াও এলোপাথারি আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, এ ঘটনায় একটি পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় তিনজনকে রাতেই আটক করা হয়েছে বলেও তিনি জানান।

আহতের ফুফাত ভাই আবু সাঈদ চৌধুরী আটক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো তিন-চারজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!