ফতুল্লা প্রতিনিধিঃফতুল্লায় তুচ্ছ ঘটনার জেরে টুটুল মুন্সী (৪০) নামের এক যুবককে হত্যার উদ্দেশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় টুটুলকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে আটক করা হয়েছে নারীসহ তিনজনকে।
বুধবার রাতে ফতুল্লা বাজার-সংলগ্ন প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহত টুটুল ফতুল্লার মুন্সী বাড়ির মরহুম নুর ইসলাম মুন্সীর ছেলে।
আটকরা হলেন ফতুল্লা সৈয়দ বাড়ির আলী মেম্বারের ছেলে সৈয়দ আরিফ (৫৫), সৈয়দ আরিফের ছেলে সৈয়দ আকিব (১৯), সৈয়দ আরিফের স্ত্রী সৈয়দ আসমা বেগম (৪০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফের বাড়ির টয়লেটের ময়লার পাইপ লাইন টুটুল মুন্সীর বাড়িতে এসে পড়ে এবং ওই ময়লা রাস্তার মধ্যে পড়ায় টুটুলসহ আরো কয়েকজনের বাড়িতে সমস্যা হয়। টুটুল এর প্রতিবাদ করেন এবং টয়লেটের ময়লার পাইপ লাইন নিস্কাশনের জন্য বলেন। এতে তারা টুটুলকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। বুধবার রাতে তারা টুটুল মুন্সীকে এ বিষয়ে মিমাংসার কথা বলে ডেকে নেয় এবং অতর্কিতভাবে হামলা শুরু করে। এ সময় ধারাল রাম দা দিয়া তাকে হত্যার উদ্দেশে মাথায় কোপ দেয় এবং তিনি গুরুতর জখম হন। এছাড়া লোহার রড, পাইপসহ বিভিন্ন লাঠি-সোঠা দিয়াও এলোপাথারি আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, এ ঘটনায় একটি পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আহতের ফুফাত ভাই আবু সাঈদ চৌধুরী আটক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরো তিন-চারজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
আপনার মতামত লিখুন........