রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় ২০ গ্রাম হেরোইন সহ চোর আলামীনকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। শনিবার সকালে তাদের কে দাপা ইদ্রকপুর ব্যাংক কলোনী বায়েজীদ বোস্তামী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দাপা ইদ্রাকপুর জোড়পুল এলাকার মো. আলমের পুত্র আলামিন ওরফে চোর আলামিন (২১) ব্যাংক কলোনী বায়েজীদ বোস্তামী রোডের আবুল কালাম মোহাম্মদ উল্ল্যাহ’র বাড়ীর ভাড়াটিয়া রশীদ গাজীর পুত্র মো. বাপ্পী গাজী (২০)।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান জানান , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে দশটার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর বায়েজিদ বোস্তামী রোডস্থ মো. আবুল কালাম ওরফে মোহাম্মদ উল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন সহ চোর আলামীন ও বাপ্পী গাজী ও কে গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন........