শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন

ফতুল্লায় ৫শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২ নারী

ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার রসুলপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট। বুধবার (১ মার্চ) বিকেলে জেলা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার রসুলপুর এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে ৫শ’ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

গ্রেফতাররা হলেন, ফতুল্লার রসুলপুর এলাকার আলমের স্ত্রী খোদেজা বেগম ওরফে খুদি ও নিশ্চিতপুর এলাকার নূর হোসেনের স্ত্রী শাহিদা ওরফে চায়না বেগম।

কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমাদের কাছে খবর ছিল ফতুল্লা এলাকায় একটি মাদকের চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!