সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন

ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব আবু সাঈদ

ফতুল্লা প্রতিনিধি:নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসাবে যোগদান করেছেন মো. আবু সাঈদ। অবসরে গেলেন রায়হান ভূঁইয়া কাজল। বিদায় ও বরণ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ ও চেয়ারম্যান’র সহধর্মিণী সেলিনা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন ফতুল্লা ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার উম্মে তাহেরা আঁখি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য ফেরদৌসী আরা অনা। মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড সদস্য আ. বাতেন, ৫নং ওয়ার্ড সদস্য বাছেত প্রধান, ৬নং ওয়ার্ড সদস্য আঃ আওয়াল ও ৯নং ওয়ার্ড সদস্য মেহেদী মোহাম্মদ বাবু।
এ ছাড়াও বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!