রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পুলিশের চেহারা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু রাজারবাগে গিয়ে বলেছিলেন, তোমরা ঔপনিবেশিক পুলিশ নও। তোমাদের জনগণের পুলিশ হতে হবে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে পুলিশের চেহারা পাল্টে গেছে। যেখানে যা দরকার সেটাই দেওয়া হচ্ছে। জনগণের পুলিশ বলতে যা বোঝায় সেটাই আমরা প্রতিষ্ঠিত করেছি। করোনার সময় আপনারা দেখেছেন। সেসময় পুলিশ জীবন বাজি রেখে দাফন কাফন করেছে ৷ পুলিশ আজ জনতার পুলিশ হয়েছে। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
জরুরিসেবা নাম্বার ৯৯৯ এর বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আইডিয়া দিয়ে কাঠামো তৈরি করে দিয়ে আমাকে বলল, এটা চালু করুন। আজ বিদেশে যেমন ৯৯৯ সেভাবে সার্ভিস দিচ্ছে আমরাও দিচ্ছি।
মন্ত্রী বলেন, আমরা চেয়েছিলাম অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেখানে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি। সেই স্বপ্নই বঙ্গবন্ধু দেখতেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে জাপানের মত বাংলাদেশ এগিয়ে যেত ৷ মাত্র সাড়ে তিন বছরে যখন তিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে দাঁড় করিয়েছিলেন। সেটা দেখেই বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হয়নি ৷ বঙ্গবন্ধুকন্যাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় তাকে কীভাবে যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, সে কারণেই আজ আমরা এমন একটা দেশের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি। শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর বারাক ওবামা বলেছিলেন, তোমরা বাংলাদেশকে ফলো করো শেখ হাসিনাকে ফলো করো। মায়ানমার প্রায়ই রোহিঙ্গাদের বিতাড়িত করে। যখন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। আমরা যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলাম ঢুকতে দেব কী দেব না। তখন তিনি মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বললেন, তাদের আসতে দাও।
মন্ত্রী আরও বলেন, সারা বিশ্ব আজ অবাক। আমরা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ, ক্লাইমেট নিয়েও প্রধানমন্ত্রী কাজ করছেন। ইউনাইটেড নেশন প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অব আর্থ ঘোষণা করেছে। তার কারণেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে টোটাল বদলে দিয়েছে।
তিনি বলেন, আগে আমাদের পাসপোর্ট দেখলে বলত অমুক দেশের লোক আগে যাবে তমুক দেশের লোক আগে যাবে। আজ আমরা দেখছি পরিস্থিতি কী। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা বহু আগেই জাপানের মত দেশ হয়ে যেতাম। প্রধানমন্ত্রী বলেছেন ২০৪০ সালে আমরা উন্নত দেশ হব।
এসময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609
আপনার মতামত লিখুন........