বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:১০ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ বন্দরে তাবলিগ জামাতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ শাওন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের জাঙ্গাল মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রবিবার বিকেলে শাওনের লাশ উদ্ধার করা হয়। মৃত শাওন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর রাজিবপুর এলাকার মোঃ আলম মিয়ার ছেলে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সুজন হক জানান, সিদ্ধিরগঞ্জের উত্তর রাজিবপুর এলাকার কিশোর শাওন বন্দরের ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গ্রামের একটি মসজিদে তাবলিগ জামাতে আসেন।
রবিবার দুপুরে শাওন পার্শ^বর্তী একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে শাওন নিখোঁজ হয়। পরে ২ ঘন্টা পর স্থানীয় লোকজনের সহযোগিতায় কিশোর শাওনের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে বন্দর থানার একটি ইউডি মামলা দায়ের করা হবে।
আপনার মতামত লিখুন........