সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন
বন্দর প্রতিনিধি:বন্দরে অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিকের চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মার্চ) দুপুরে কেওঢালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে তিনটি ইটভাটাকে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে এক লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকসকে দুই লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকসকে (২) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছি। এসময় তিনটি ইটভাটাকে চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন........