সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন

বন্দরে তৃতীয় লিঙ্গের ৮ সদস্যকে ৩৫ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানের সময় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে তৃতীয় লিঙ্গের ৮ সদস্যকে ৩৫ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর এলাকা রাফি ফিলিং স্টেশন সামনে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এর হলেন, রফিক, রবি, আলম, একরাম, আল-আমিন, রায়হান, সাবের ও ফারুক।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের মদনপুর এলাকা রাফি ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে তাদের আটকের পর তল্লাশি করলে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’

র‍্যাবের অভিযোগ, তারা কৌশলীভাবে বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী চোখের আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়, বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!