শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন

বন্দরে মাদক সেবীর আত্মহত্যা

ফতুল্লায় গামের্ন্টস কর্মীর আত্মহত্যা

বন্দর প্রতিনিধিঃ নেশা সেবনের টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে তারেক (৩২) নামে এক মাদক সেবী পুত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারি মাদক সেবী পুত্র তারেক উল্লেখিত এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মিরাজুলসহ সঙ্গীয় র্ফোস দ্রুত বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই মৃত দেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারি মাদক সেবী তারেকের ছোট ভাই মুরাদ বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে আত্মহত্যাকারি যুবকের মা গনমাধ্যমকে জানায়, বুধবার সকালে আমার বড় ছেলে তারেক আমার কাছে নেশা সেবনের টাকা চায়। আমার কাছে পটাকা নাই বলে জানালে সে মনের ক্ষোভে নিজ ঘরের আড়ার সাথে গেঞ্জির গাডার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!