রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
বন্দর প্রতিনিধিঃ বন্দরে র্যাবের চেকপোষ্টে প্রাইভেটকার থামানোর পর এতে মিলল ৪০ কেজি গাঁজা। এ ঘটনায় শাহ আলম (৪২) নামে মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
শাহ আলম কুমিল্লার লালমাই রামপুরের মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাব জানায়, গত ৮ জানুয়ারি বন্দর থানা এলাকায় মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে ৪০ কেজি গাঁজাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নামে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন........