মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৭:৩৩ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জ:রূপগঞ্জে ফারুক হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি তিন জনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১ম) আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আলমগীর হোসেন (৩৬) ও মো. মাসুম ওরফে ফালান (৩৬)। তারা রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা।
খালাসপ্রাপ্তরা হলেন মনির হোসেন ওরফে খাজু মনির, মো. কালু ও মো. রুবেল। তাদের মধ্যে মনির ছাড়া সবাই পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০০৯ সালে ১৮ এপ্রিল ফারুক হোসেনকে যাত্রাবাড়ী যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান প্রতিবেশী মো. মাসুফ ওরফে ফালান মিয়া। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। ১৯ এপ্রিল শীতলক্ষ্যার তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়।
আপনার মতামত লিখুন........