সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে অজ্ঞাত এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ মধুখালি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন জানান, সকালে বালুর মাঠের এক পাশে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির পরণে সাদা রঙের ডোরাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- সোমবার রাতের যেকোনো সময় শিশুকে গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন........