রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ তিনটি বেকারীকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছোনাবো ও হাটাবো এলাকায় অভিযান চালিয়ে চার কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নুর।
অভিযানে জব্দ করা হয় অবৈধ সংযোগ দেয়ার কাজে ব্যবহৃত রেগুলেটর, বাল্ব, রাইজার ও বিপুল পরিমাণ পাইপ।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আসছে তিতাস কর্তৃপক্ষ। কিন্তু বিচ্ছিন্ন করার কয়েকদিন পর পুনরায় আবার নতুন করে অবৈধ সংযোগ দিয়ে ফায়দা লুটছে একটি মহল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ছোনাবো ও হাটাবো এলাকায় তিনটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের অভিযোগে হাটাবো এলাকায় দুইটি ও ছোনাবো এলাকায় একটি বেকারীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609
আপনার মতামত লিখুন........