শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আবি রহমান (৬০) নিহত হন। তিনি ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয় কাঞ্চন বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন তিনি।
এদিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে শরিফ মিয়া (২৩) নামে এক যুবক নিহত হন। তিনি ওই ইউনিয়নের বরুণা এলাকার হাজী আব্বাস মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন........