শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ পূর্বাচল থেকে বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
গত বুধবার রাতে নিহতের বাবা আবুল কালাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান৷
ওইদিন সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের নির্জন রাস্তার পাশ থেকে ৩৫ বছর বয়সী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ৷
মামুন ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক ছিলেন৷ ফেনী জেলায় বাসিন্দা মামুন তার স্ত্রী মোরশেদা শারমিনকে নিয়ে ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷ শারমিন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন৷
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির বলেন, অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে৷ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ৷
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে আবির হোসেন বলেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
নিহতের স্ত্রীর বড়ভাই মনির হোসেন জানান, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুল্লাহ আল মামুন৷ দুপুর ২টার দিকে স্ত্রীর সঙ্গে মামুনের সবশেষ কথা হয় মোবাইল ফোনে৷ এরপর থেকে ফোনের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল৷ রাতে মামুন বাসায় না ফেরায় দক্ষিণখান থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়৷
তার ভগ্নিপতির সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না জানিয়ে রহস্যজনক এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান মনির হোসেন৷
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609
আপনার মতামত লিখুন........