আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঈদ শুভেচ্ছার গেইট ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ সমর্থিত নেতাকর্মীর বিরুদ্ধে। ২ জুন রোববার বিকাল সাড়ে ৫টায় এঘটনা ঘটে। এ ঘটনায় আলীগঞ্জ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছেন এলাকাবাসী।
আওয়ামী লীগ নেতা হাজ্বী নাসির উদ্দিন জানান, আলীগঞ্জ এলাকাবাসীর পক্ষে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ও ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের উপর ঈদ-উল-ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছার গেইট করেন নেতাকর্মীরা। ২ জুন রবিবার আছরের নামাজের সময় মসজিদের ভিতর শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ ঢুকে গেইট সরানোর জন্য বলে ও আমাকে মারধর করার হুমকি দেয় এবং নেতাকর্মীদের গেইট ভাঙ্গার হুকুম দিয়ে চলে যায়। পরে তার সমর্থিত শাহাদাত হোসেন সেন্টু, আবুল হোসেন, সাত্তার, হানজাল, সাইদুর, তুহিনসহ অনেকে এসে এমপি শামীম ওসমানের ঈদ শুভেচ্ছার গেইট ভেঙ্গে ফেলে। আমরা এব্যাপারে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
এব্যাপারে শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
শ্রমিক নেতা শাহাদাত হোসেন সেন্টুকে এ বিষয় জানতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসলাম হোসেন জানান, এব্যাপারে আমি জানিনা ও আমাকে কেউ জানায়নি।
আপনার মতামত লিখুন........