শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৩ আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানি মামলা ম্যাজিস্ট্রেট আদালতে খারিজ হওয়ার পর আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত রিভিশন আবেদন করেছেন।
সোমবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি ফাইল করেন আইনজীবী মো.জসিম উদ্দিন। মঙ্গলবার পর্যন্ত আদালত এ ব্যাপারে কোনো আদেশ দেননি।
এ ব্যাপারে কায়সার হাসনাতের আইনজীবী অ্যাড.জসিম উদ্দিন বলেন,গত ৩০ ডিসেম্বর ৫০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট আদালত তা খারিজের আদেশ দেন। এই আবেদন কেন অবৈধ ও বেআইনি হবে না সে বিষয়ে জজ আদালতে একটি রিভিশন মামলা দায়ের করা হয়েছে। রিভিশন মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাতিলের আবেদন করা হয়েছে। আদেশের অপেক্ষায় আছি।
প্রসঙ্গত,গত ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেন একই আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সকালে আদালতে আর্জি দেওয়ার পর বিকেলে এক আদেশে আদালত মামলাটি খারিজ করে দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন........