বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণ লুট হয়েছে।
এ ঘটনায় আয়েশা মৌসুমির মা নাসিমা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নাসিক ১নং ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ৬ তলায় এ ঘটনা ঘটে।
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমি জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাহিরে বের হন। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাহিরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এ সময় তার শ্বশুর বাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ চোর লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয়নি।
তিনি আরও বলেন, আমরা ডিসেম্বর মাসে এ বাসায় উঠেছি। আমরা বের হওয়ার পর ঘরে তালা মেরে যাওয়ার পরও কিভাবে ঘর থেকে তালা খুলে চুরি হয়?
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/alokitonarayanga/public_html/wp-includes/functions.php on line 5609
আপনার মতামত লিখুন........