সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে নাসরীন আক্তার নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) সকালে জালকুঁড়ি তালতলা এলাকায় একটি বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাসরীন আক্তার স্থানীয় আশরাফ দেওয়ানের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, সকালে বালুর মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, রাতে মেয়েটি এলাকার একটি মাজারের ওরশ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের কবলে পড়ে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ছিনতাই অথবা অন্য কোন উদ্দেশ্যে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে যায়। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
আপনার মতামত লিখুন........