শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়ের কোম্পানির একটি ডিপোর পাম্প হাউজে আগুনের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন পাঁচ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্কিট সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্প হাউজের ভেতরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই বাড়ে আগুনের তীব্রতা। এসময় ডিপোর শ্রমিকসহ আশপাশে থাকা লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, যাদের ভর্তি করা হয়েছে তারা হলেন- শাজাহান কবির, শফি উদ্দিন সিরাজ মিয়া, মহিউদ্দিন ও মোজাম্মেল হক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০ থেকে ১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা হবে।
আপনার মতামত লিখুন........