শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী

আলোকিত নারায়ণগঞ্জ:সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী আরিফ মাসুদ বাবু।

বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

নির্বাচনে ইউনিয়নের ১২ কেন্দ্রে আনারস প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী আরিফ মাসুদ পেয়েছেন আট হাজার ৩৯৯ ভোট। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনি পেয়েছেন সাত হাজার ২৬৭ ভোট।

নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আওয়ামীলীগ প্রার্থী শাহ মো. সোহাগ রনি ও স্বতন্ত্রপ্রার্থী আরিফ মাসুদ বাবুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোনো অভিযোগ পাইনি। অনেকের হাতের ছাপ না মেলায় ভোটগ্রহণে কিছুটা ধীরগতি ছিল। এ ছাড়া কোনো ধরনের সমস্যা হয়নি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!