সোমবার, ২৯ মে ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে একাধিক মামলার আসামির লাশ উদ্ধার

আলোকিত নারায়ণগঞ্জ:সোনারগাঁর কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জিহাদ (২৫) নামে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) ভোরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জিহাদ সোনারগাঁয়ের কাঁচপুর উত্তরপাড়া এলাকার নাহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে কাঁচপুর বাসস্ট্যান্ডের পাশের সড়কে লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে লুণ্ঠিত টাকা ও অন্যান্য মালামালের ভাগ-বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!