সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কাল ঈদুল ফিতর

শবে বরাত ২১ এপ্রিল

আলোকিত নারায়ণগঞ্জ:সৌদি আরবের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল)। আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান মক্কা থেকে এই তথ্য জানিয়েছেন। এদিকে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাতে গালফনিউজ এবং আল আরাবিয়াও একই তথ্য জানিয়েছে।

আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করেছে।

ইসলামি বিধান অনুযায়ী এক মাস সিয়াম সাধনা বা রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

ঈদ মুসলমানদের জাতীয় সম্মেলন ও ঐক্যের প্রতীক। ঈদের সূচনা হয় হিজরি দ্বিতীয় সন অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ থেকে। আইয়্যামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে আরবের মক্কায় ‘উকাজ মেলা’ এবং মদিনায় ‘নীরোজ’ ও ‘মিহিরগান’ অনুষ্ঠানের মাধ্যমে অশ্লীল আনন্দ-উল্লাস করা হতো।

মদিনায় আগমনের পর মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ক্ষতিকর ও অশ্লীলতামুক্ত স্বতন্ত্র আনন্দ-উৎসবের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এজন্য তিনি মুসলমানদের নির্মল আনন্দ উৎসব করতে বছরে দু’টি ‘ঈদ উৎসব’র প্রর্বতন করেন। এর একটি- ঈদুল ফিতর। এ ঈদ ঘিরে ধনী-নির্ধন সব বয়সের ও শ্রেণি পেশার মানুষের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয়। বিত্তবানদের সম্পদেও বিত্তহীনদের অধিবার নিশ্চিত করা হয় যাকাত ও ফিতরার বিধান প্রবর্তনের মাধ্যমে। বিধান অনুযায়ী, ঈদের নামাজ আদায়ে ঈদগাহে যাওয়ার আগেই যাকাত ও ফিতরা আদায় করতে হয়।

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!