সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
আলোকিত নারায়ণগঞ্জ : সৌদি আরবের মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার সকালে দেশটির মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভূঁইয়া বাড়ির আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ফাহিম।
আহতরা হলেন- মতিউর, হানিফা ও সেলিম। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত ফাহিমের ছোট ভাই ফারাবি। তিনি আরো জানান, নিহত দুইজন ও আহত তিনজন মদিনার জান্নাতুন বাগিচা এলাকার মাছের মার্কেটে কাজ করতেন।
আপনার মতামত লিখুন........