আলোকিত নারায়ণগঞ্জ : সৌদি আরবের মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি আহত হয়েছেন।
শনিবার সকালে দেশটির মদিনা-জেদ্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভূঁইয়া বাড়ির আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ ও একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে ফাহিম।
আহতরা হলেন- মতিউর, হানিফা ও সেলিম। তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিহত ফাহিমের ছোট ভাই ফারাবি। তিনি আরো জানান, নিহত দুইজন ও আহত তিনজন মদিনার জান্নাতুন বাগিচা এলাকার মাছের মার্কেটে কাজ করতেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আপনার মতামত লিখুন........