মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

৮ হলে রোশান-মাহির ‘আশীর্বাদ’

আলোকিত নারায়ণগঞ্জঃ দেশের মাত্র ৮টি হলে মুক্তি পেল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘আশীবার্দ’। নির্মাতা সূত্রে এ তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের এই সিনেমায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান রোশান। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ ছাড়া এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

এই ‘আশীবার্দ’ নিয়ে জলঘোলা কম হয়নি। এর সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায় রোশান-মাহিকে। তবে সিনেমা মুক্তির আগের রাতে তাদের দ্বন্দ্বের অবসান হয়।

 

যেসব হলে ‘আশীর্বাদ’ চলছে : 

চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) এই ৮ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........


© All rights reserved © 2018 Alokitonarayanganj24.net
Design & Developed by SHAMIR IT
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!