নারায়ণগঞ্জশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

অমর একুশে বইমেলায় সাংবাদিক রণজিৎ মোদকের ‘হৃদয়ে বঙ্গবন্ধু’

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদকের আরো একটি নতুন বই। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০-এ হৃদয়ে বঙ্গবন্ধু বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে রৌদ্রছায়ার ১৪১নং স্টলে বইটি পাওয়া যাবে। শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদকে বলেন, ‘বাঙালি’ শব্দের সাথে চলে আসে ‘বঙ্গবন্ধু’ শব্দটি। তাই বাঙালিকে জানতে হলে জানতে হয় বঙ্গবন্ধুকে। তিনি তৈরি করেছেন বাঙালির স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধুর নেতৃত্ব ঘুচিয়ে দিয়েছে হাজার বছরের পরাধীনতা। এখন বাংলাদেশ পৃথিবীর বুকে উজ্জ্বল। আর বঙ্গবন্ধু পরিণত হয়েছেন ‘বিশ্ববন্ধু’ রূপে। আমরা গর্বিত-আমরা নেতা হিসেবে বঙ্গবন্ধুকে পেয়েছি। রৌদ্রছায়া প্রকাশনীর কর্ণধার আহমেদ রউফ জানান, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা ও লেখালেখি কম হয়নি। দিন যত যাচ্ছে, বাড়ছে গবেষণার পরিধি। জাতির জনক লেখালেখির বিষয় হিসেবে অপরিহার্য হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে দু’হাতে লিখছেন সাহিত্যিকরা। বাদ পড়ছেন না বিভিন্ন পেশার মানুষ। শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট রণজিৎ মোদক এ লেখকদেরই একজন। আমি আশা করি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে এ গ্রন্থটি ভুমিকা রাখবে।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!