নারায়ণগঞ্জরবিবার , ৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে: আযম খান

Alokito Narayanganj24
জানুয়ারি ৮, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাখির মতো গুলি করে বিএনপি নেতাকর্মীদের হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের তাজমহল রেস্টুরেন্টে বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট আহমেদ আযম বলেন, ‘আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে। আমাদের বিকল্প কিছু নেই। পাখির মতো গুলি করে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে।’

তিনি বলেন, ‘আমাদের পেছনে এখন অত্যাচারী সরকার আর সামনে রয়েছে কারাগার। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দেশকে মুক্ত করতে হবে। যদি আমরা আগামী নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাদের নেত্রী মুক্ত হবে না। দেশনেত্রী সারাদেশে গণতন্ত্রের প্রতীক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন তাদের সঙ্গে আমাদের নেত্রী কখনো আপস করেননি।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘যদি আমরা নির্দলীয় নির্বাচন করতে না পারি তবে আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে থাকতে হবে এবং দেশে গণতন্ত্র থাকবে না। আমরা যদি আন্দোলন না করি তাহলে দেশ এবং দেশের মানুষকে বাঁচানো সম্ভব নয়।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!