নারায়ণগঞ্জরবিবার , ১৯ মে ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলীরটেকে নির্মাণ কাজে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

alokitonarayanganj
মে ১৯, ২০১৯ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীচর ঘাট সংলগ্ন রাস্তার নির্মাণ কাজে ব্যপক অনিয়ম ও নিন্মমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতে প্রায় ২শ’ ফিট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থ রাস্তার জন্য আলীরটেক ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল ১% হতে ২৩ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। আর এই কাজের টেন্ডার পান মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু। কাজটি সাব ইজারা নেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান মতির খালাতো ভাই পরিচয় দানকারী মজিবর রহমান। নিজের পকেটকে ভারী করার জন্য মজিবর প্রথম থেকে অনিয়মের আশ্রয় নেয়া শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মজিবর পুলিশ লাইন হতে কমদামে পূরনো রডের টুকরা এনে জোড়াতালি দিয়ে নির্মান কাজ করতে থাকেন। মতি চেয়ারম্যানের সকল উন্নয়নমুলক কাজ মজিবর করে থাকেন বিধায় ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। সরেজমিন গিয়ে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সাজনু স্থানীয় এমপি শামীম ওসমানের কাছের লোক বিধায় নির্মাণকাজে অনিয়ম হলেও ভয়ে কেউ কিছু বলেনা।

ছোট ছোট পূরনো রড জোড়াতালি দিয়ে ও পূরনো ইট, নিম্নমানের পাথর ব্যবহার করে আরসিসি ঢালাই দেয়া হচ্ছে।

সদর উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদের মুঠোফোনে চাইলে তিনি বলেন, আমি ১৫ দিন হলো দায়িত্ব নিয়েছি। কিছুটা অনিয়ম পেয়েছি। আগের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে বলে লাইন কেটে দেন।

এ ব্যাপারে সার্ভেয়ার জামালউদ্দিন রায়হানের মুঠোফোনে ফোন করলে তিনি জানান, ১৪৭টি পাইল বসানো হয়েছে। পূরনো ইটের মূল্য ধরা হয়েছে। নির্মাণ কাজে কোন অনিয়ম হচ্ছেনা বলে তিনি দাবী করেন।

সাব ইজারাদার মজিবর রহমান বলেন, ভাই আমি গরীব মানুষ সামান্য কন্ট্রাক্টরী করে খাই। আমি আপনের লগে চাষাড়া আইস্যা চা খামু।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!