নারায়ণগঞ্জশুক্রবার , ২ আগস্ট ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ঈদের আগে শ্রমিকের পূর্ণ বেতন পরিশোধের দাবিতে সমাবেশ

Alokito Narayanganj24
আগস্ট ২, ২০১৯ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তিঃ

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ঈদের আগে শ্রমিকদের বেসিকের সমান বোনাস এবং জুলাই মাসের পূর্ণ বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম এ মিল্টন।

নেতৃবৃন্দ বলেন, ঊৎসব বোনাস কোন দয়া নয়, এটা শ্রমিকের অধিকার। কিন্তু ঈদ আসলে মালিকরা বোনাস নিয়ে টালবাহানা শুরু করে। সরকার এক্ষেত্রে নির্বিকার ভূমিকা পালন করে। অনেক কারখানায়ই বোনাস দেয়া হয় না। মালিকরা ঈদের ছুটির পুর্ব মূহুর্ত পর্যন্ত শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে। ঈদের আগ মুহুর্তে শ্রমিকরা যখন স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য উদগ্রীব হয় তখন মালিকরা শ্রমিকদের বোনাস না দিয়ে বকশিশ হিসাবে ২০০/৫০০ টাকা দিয়ে আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে। শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোন সুযোগ থাকে না। সরকারও প্রতারক মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। পুর্ণ বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকরা অল্প ভাড়ায় ঝুঁকি নিয়ে গ্রামে যেতে যেয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মৃত্যুবরণ করে। ঈদ-উল-আযহা ১২ আগস্ট তাই ঈদের আগে জুলাই মাসের পূর্ণ বেতন ন্যায্য পাওনা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে নিয়মে বোনাস দেয় প্রত্যেক শ্রমিককে সেই নিয়মে অর্থ্যাৎ বেসিকের সমান করে বোনাস দিতে হবে। সময় হাতে রেখে অর্থাৎ ৭ থেকে ১০ দিন আগে শ্রমিকদের বেসিকের সমান বোনাস, জুলাই মাসের পূর্ণ বেতন ও ওভারটাইম দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে ম্যাক শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষ্ফোরণে ৩ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। শিপব্রেকিং এ মালিকরা গ্যাসমুক্ত করে প্রয়োজনীয় সেফটি না নেয়ায় প্রায়ই গ্যাস বিষ্ফোরণে মৃত্যুবরণ করে। আইনগত শক্ত পদক্ষেপ না থাকায় মালিকরা ধরাছোঁয়ার বাইরে থাকে। মালিকের অবহেলায় শ্রমিকের এই মৃত্যুতে শ্রমিকদের আজীবন আয়ের সমান ৪৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রতি শ্রমিককে মালিকের দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, জয়পুরহাটে আক্কেলপুরে সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে বিষাক্ত গ্যাসে ৬ জন শ্রমিক মৃত্যুবরণ করেছে। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকের মৃত্যু হলে এ ব্যাপারে সরকারকে দায় নিতে হবে। শ্রমিক মানেই তারা দেশের সেবায় জনগণের সেবায় কর্মরত। কর্মরত এ সমস্ত শ্রমিকের মৃত্যু হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দিতে হবে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!