নারায়ণগঞ্জশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপ: আমিরাতে টাইগারদের কঠোর অনুশীলন

Alokito Narayanganj24
আগস্ট ২৬, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ ২৭ আগস্ট আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। সাকিব বাহিনীর প্রথম ম্যাচ ৩০ আগস্ট, শারজাহতে। প্রতিপক্ষ আফগানিস্তান। ১ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে।

চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের গ্রুপিং। ‘বি’ গ্রুপের দল আগেই চূড়ান্ত ছিল। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। চূড়ান্ত হয়েছে ‘এ’ গ্রুপ। বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে হংকং খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের গ্রুপে। ৬ দলের এশিয়া কাপ মাঠে গড়াবে আগামীকাল।

এশিয়া কাপে টাইগাররা অংশ নিচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বে। সাকিব বাহিনীর ম্যাচ পরিকল্পনা করবেন টাইগারদের নতুন ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীরাম শ্রীধরন। আসরে অংশ নিতে সাকিব বাহিনী দুবাই পৌঁছায় পরশু রাতে। গতকাল অনুশীলনে নেমেছেন সাকিবরা। দলের সঙ্গে পরে যোগ দিয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও ডান হাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

 

১৯৮৬ সালে এশিয়া কাপের দ্বিতীয় আসরে অংশ নেয় বাংলাদেশ। এরপর থেকে নিয়মিত অংশ নিচ্ছে টাইগাররা। ২০১০ সালের এশিয়া কাপ পর্যন্ত শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশ। ২০১২ সাল থেকে পাল্টে যেতে থাকে চিত্র। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে ফাইনাল খেলে। চার বছর আগে মরু রাজ্য সংযুক্ত আরব আমিরাতে বসেছিল এশিয়া কাপের আসর। সেবার ফাইনালে ভারতের কাছে শেষ বলে হেরেছিল বাংলাদেশ। ২০১২ সালে মিরপুরে পাকিস্তানের কাছে ২ রানে এবং ২০১৬ সালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিল।
সাকিব বাহিনী আসরে অংশ নিচ্ছে নিয়মিত স্কোয়াডের তিন ক্রিকেটারকে বাইরে রেখে। ইনজুরির জন্য মাঠের বাইরে লিটন দাস ও ইয়াসির আলি। শেষ মুহূর্তে গোড়ালির ইনজুরিতে ছিটকে পড়েন ডান হাতি পেসার হাসান মাহমুদ। ফিট হতে না পেরে স্কোয়াড থেকেও ছিটকে পড়েন নুরুল হাসান সোহান। দলের ব্যাটিং লাইন শক্তিশালী করতে দলভুক্ত করেছে বাঁ হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে। দলে এখন স্পেশালিস্ট ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তবে পাওয়ার হিটার হিসেবে খেলতে পারেন অধিনায়ক সাকিব, মুশফিক, আফিফের মধ্যে যে কোনো একজন। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। গতবারের রানার্সআপ বাংলাদেশের এবার টার্গেট সুপার ফোর খেলার। বলেন টাইগার অধিনায়ক সাকিব, ‘আমাদের টার্গেট সুপার ফোর। তবে প্রতিটি ম্যাচেই ভালো খেলাকেই উন্নতি বলে মনে করা হবে।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!