নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ওয়ার্ড আ.লীগ সভাপতি রবিউল বহিষ্কার

Alokito Narayanganj24
ডিসেম্বর ৩০, ২০২১ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: আরেক প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) থেকে সরে দাঁড়ানোয় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থকে রবিউল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের (মেয়র প্রার্থী) ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান রবিউল হোসেন।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিটি করপোরেশনের নির্বাচনের দলীয় সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বিষয়টি নিশ্চিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বার্তা। যারা দলে বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং মুনাফেকি করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

নানক বলেন, ‘‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাষ্ট্রপতির সংলাপ করে ইসি গঠন কোনও সমাধান আসবে না। তবে তারা কোন পথে হাঁটতে চান।’ অগণতান্ত্রিক, শান্তিশৃঙ্খলা বিঘ্ন করে কোনও পথে এগোতো চাইলে শক্ত হাতে জবাব দেওয়া হবে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিলেও নিরপেক্ষ একটি বিএনপি সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিএনপি

চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের শিক্ষা হওয়া উচিত। কিছু মানুষ আছে গণতান্ত্রিক পথে হাঁটতে চায়। কিন্তু লন্ডনে থাকা এক ব্যক্তির (তারেক রহমান) চাপে বিএনপি নামের দলটি নিশ্চিহ্ন হচ্ছে।’’

সাংবাদিকদের এক প্রশ্নের আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনার প্রার্থীর প্রতি আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নৌকার বাইরে কেউ থাকবে না। কেউ দলের বিরুদ্ধে গিয়ে গোপনে অন্য কোনও প্রার্থীকে সমর্থন বা ইন্ধন দিলে সেটি আমাদের গোচরে এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!