নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

কে হচ্ছেন নৌকার মাঝি

Alokito Narayanganj24
ডিসেম্বর ২, ২০২১ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ:নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। ইতি মধ্যেই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোয়নপত্র সংগহ করে বুধবার (১ ডিসেম্বর) জমা দিয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক এড, খোকন সাহা।

এদের মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি এনিয়ে চলছে তুমুল আলোচনা। দলীয় নেতাকর্মীরা তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। এদিকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মেয়র কে হচ্ছেন তা চুড়ান্ত করা হতে পারে। তাই বৃহস্পতিবারের সভার দিকে দৃষ্টি এখন সবার।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

 

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!